চিকিৎসক ও পুলিশ সদস্যসহ বরিশালে নতুন শনাক্ত ৫৫, সুস্থ ২৩ চিকিৎসক ও পুলিশ সদস্যসহ বরিশালে নতুন শনাক্ত ৫৫, সুস্থ ২৩ - ajkerparibartan.com
চিকিৎসক ও পুলিশ সদস্যসহ বরিশালে নতুন শনাক্ত ৫৫, সুস্থ ২৩

1:49 pm , June 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ চিকিৎসক-নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ১ হাজার ৫১৪ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া সোমবার (২৯ জুন) ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ২৯৬ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাশাপাশি মৃত ১ ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ এসেছে। ফলে এ জেলায় মোট মৃতের সংখ্যা ২৩ জনে গিয়ে দাড়িয়েছে। সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫৫ জনের মধ্যে মহানগর পুলিশের ৫ জন, জেলা পুলিশের ৫ জন ও রেঞ্জ পুলিশের ২ জন সদস্য রয়েছেন। বাকী আক্রান্তদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, জেনারেল হাসপাতালের ১ জন স্টাফ, বানারীপাড়া উপজেলায় ১ জন নার্স ও বরিশাল সদর উপজেলার ১ জন স্বাস্থ্য সহকারী রয়েছেন। বাকীদের মধ্যে বরিশাল নগরীর সদর রোড, নথুল্লাবাদ, ব্রাঞ্চ রোড, আলেকান্দা, ভাটিখানা, সাগরদী, নবগ্রাম রোড, কাউনিয়া, ২৪ ও ২৭ নং ওয়ার্ড, ব্যাপ্টিষ্ট মিশন রোড, নতুনবাজার, হাসপাতাল রোড, রুপাতলী, আমানগতগঞ্জ, লাইন রোড, নিউ সার্কুলার রোড, পিডিবি, আমির কুটির, পুলিশ লাইন রোড, চকবাজার এলাকার মোট ৩৪ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বানারীপাড়া ও উজিরপুর উপজেলার ৫ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। বরিশারের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫৫ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। উল্লেখ্য বরিশাল জেলায় মোটা আক্রান্তদের মধ্যে ৪০৫ জন নারী ও ১ হাজার ১০৯ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৭৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ১ হাজার ১৫৫ জন এবং পঞ্চাশোর্ধ ২৮৩ জন ব্যক্তি রয়েছেন। এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরীর ১ হাজার ১১৪ জন, সদর উপজেলায় ২৩ জন, বাবুগঞ্জে ৬৪ জন, উজিরপুরে ৬৫ জন, মেহেন্দিগঞ্জে ২৮ জন, বাকেরগঞ্জে ৪১ জন, হিজলায় ১৭ জন, মুলাদীতে ৩৫ জন, বানারীপাড়ায় ৩৮ জন, আগৈলঝাড়ায় ১৫ জন এবং গৌরনদীতে ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ২২ জন মৃত্যুবরণ করেছেন, যারমধ্যে নগরীর সর্বোচ্চ ৯ জন রয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT