গেদুচাচাখ্যাত সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক আর নেই গেদুচাচাখ্যাত সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক আর নেই - ajkerparibartan.com
গেদুচাচাখ্যাত সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক আর নেই

3:39 pm , June 29, 2020

পরিবর্তন ডেস্ক ॥ ‘গেদুচাচা’ হিসেবে খ্যাত প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও কলামিস্ট খোন্দকার মোজাম্মেল হক আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। করোনা উপসর্গ নিয়ে সোমবার (২৯ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যু নিশ্চিত করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বাংলানিউজকে বলেন, সোমবার বিকেল চারটার দিকে তিনি উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালে মারা যান। তার মধ্যে করোনার উপসর্গ ছিল। ১৯৫০ সালের ১৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়ার হরিপুর গ্রামে খোন্দকার মোজাম্মেল হক জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে জড়িত ছিলেন রাজনীতিতে। ছিলেন সাংস্কৃতিক কর্মকা-ের অগ্রভাগে। অংশ নেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর প্রকাশ করেন সাপ্তাহিক ‘আজকের সূর্যদয়’। আমৃত্যু তিনি এ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তার লেখা ‘গেদুচাচার খোলা চিঠি’ কলাম দেশে-বিদেশে বিপুল জনপ্রিয় ছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT