3:34 pm , June 29, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর করোনা আক্রান্ত রোগীদের বিনামুল্যে অক্সিজেন সেবা দেয়ার কার্যক্রম “অক্সিজেন ব্যাংক” শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল‘র (বাসদ) জেলা শাখা। ‘বিনা অক্সিজেনে ঝরে পড়বে না কোন প্রাণ’ শ্লোগান নিয়ে সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নগরীর ফকির বাড়ী রোডে বাসদ’র কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সহ-সভাপতি মাফিয়া বেগম, বাসদ জেলা সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার প্রমুখ। নেতৃবৃন্দ জানান, অক্সিজেন ব্যাংকে কমপক্ষে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০০টি পালস অক্সিমিটার থাকবে। প্রাথমিকভাবে ৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি পালস অক্সিমিটার নিয়ে অক্সিজেন ব্যাংকের কাজ শুরু করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বাসায় বা হাসপাতালে করোনা আক্রান্ত যেসকল রোগীরা চিকিৎসা নিচ্ছে, তাদের কারো শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন ব্যাংক থেকে প্রথমে পালস অক্সিমিটার পাঠিয়ে দেয়া হবে। এই পাল্স অক্সিমিটারের রিডিং দেখে প্রয়োজন হলে স্বেচ্ছাসেবকসহ অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দেয়া হবে। নেতৃবৃন্দ এই পরিকল্পনা সফল করার জন্য সকলের আর্থিক ও নৈতিক সহযোগিতা কামনা করেন।