নাজিরপুরে শিশুর শ্লীলতাহানীর অভিযোগে বৃদ্ধের নামে মামলা নাজিরপুরে শিশুর শ্লীলতাহানীর অভিযোগে বৃদ্ধের নামে মামলা - ajkerparibartan.com
নাজিরপুরে শিশুর শ্লীলতাহানীর অভিযোগে বৃদ্ধের নামে মামলা

1:56 pm , June 24, 2020

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের নাজিরপুরে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৮)কে শ্লীলতাহানীর অভিযোগে মো. শাহাদাৎ কাজী (৬৫) এর নামের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৩জুন) রাতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী উপজেলার ভীমকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত শাহাদাৎ কাজী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মৃত তৈয়ব আলী কাজীর ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্রী ও অভিযুক্ত শাহাদাৎ কাজী একই এলাকায় বাড়ি। ভুক্তভোগীর পিতা পিরোজপুরের একটি স্ব-মিলের মিস্ত্রী হিসাবে কাজ করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সন্ধ্যার দিকে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী তার এক বান্ধবীর সাথে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিলো। এ সময় অভিযুক্ত শাহাদাৎ কাজী ওই ২ জনকে ডেকে নিয়ে অভিযুক্তের বসত ঘরে নিয়ে ভুক্তভোগীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ সময় প্রথমে ওই স্কুল ছাত্রী ও পরে তার বন্ধবী চিৎকার দিলে স্থাণীয়র এগিয়ে এসে ওই স্কুল ছাত্রী ও তার বন্ধবীকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়। থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর পিতা কাজের কারনে বাড়িতে না থাকায় তিনি মামলা করতে দেরী করেছেন। তিনি ওই দিন বাড়িতে এসে গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT