1:56 pm , June 23, 2020
আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলী উপজেলা পরিষদ ভবন গেটে মঙ্গলবার সকালে মহামারী করোনার ভাইরাস প্রতিরোধে অটো স্যানিটাইজেশন সুরক্ষা টানেল স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান টানেল স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। উপজেলা শ্রমিক লীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু মল্লিকসহ সরকারী বেসরকারী কর্মকর্তা সহ গন্যমান্যরা। আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা কর্মচারীদের রাতদিন জনসাধারনের সেবা প্রদান করতে হয়। এজন্য জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা কর্মচারী ও জনসাধারনের সুরক্ষার জন্য টানেল স্থাপন করা হয়েছে।