2:22 pm , June 20, 2020
আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৩০০জনকে ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের ২০০ শ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে গাজীপুর সিনিয়র মাদ্রাসা মাঠে ও পৌরসভার ছুরিকাটা সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. হারুন অর রশিদ , ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: তামান্না আফরোজ মনিসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৩০০ শ জনকে ১০ কেজি চাল ৩ কেজি আলু ১ কেজি লবন গাজীপুর সিনিয়র মাদ্রাসার মাঠে ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০শ জন কর্মহীনকে ১০ কেজি করে চাল খাদ্যসহায়তা বিতরন করা করা হয়েছে।