বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৭০, মৃত-২ বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৭০, মৃত-২ - ajkerparibartan.com
বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৭০, মৃত-২

2:03 pm , June 20, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে নতুন করে আরো ৭০ জনের দেহে করোনা সংক্রমন চিহিৃত হয়েছে। এ নিয়ে করোনায় সনাক্তের সংখ্যা দু হাজার ছুতে চলেছে। গতকাল শনিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন করে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ অঞ্চলে মোট মৃত্যুর সংখ্যা ৩৭-এ উন্নীত হল। যার মধ্যে বরিশালেই ১৪ জন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৪৯। বরিশাল জেলাতেই আক্রান্তের সংখ্যাটা ১ হাজার ১২৪। নগরীতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯শ। এর পরেও সরকারী নীতিমালা মেনে ৫ লাখ জনসংখ্যার এ নগরীকে লক ডাউন করা হয়নি। তবে শুক্রবার এক সভায় নগরীর ৩০টি ওয়ার্ডের রেডজোন ভূক্ত ২৭ ওয়ার্ডের মধ্যে দুটি লক ডাউন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে থেকে তা কার্যকর হচ্ছে তা বলা হয়নি।
গত ২৪ ঘন্টায় বরিশাল জেলাতে নুতন আরো ৩৪ জন করোনা সংক্রমনের শিকার হয়েছে। যা আগের দিন ছিল ৩৩। নুতন আক্রান্তের মধ্যে নগরীর সংখ্যাটা প্রায় ৩০। আর নতুন এ আক্রান্তদের মধ্যেও পুলিশ ও চিকিৎসা কর্মীই অন্তত ২৫ জন। নতুন করে নগরীর কলেজ এভিনিউ, গোরস্থান রোড, বগুড়া রোড, ভাটিখানা ও নবগ্রাম রোড সহ কয়েকটি এলাকায় সংক্রমন ছড়াচ্ছে। তবে শুক্রবার সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, র‌্যাব অধিনায়ক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠকে নগরীর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও পেছনের দুটি ওয়ার্ড লক ডাউন করার সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠীতে আরো ১০ জন সংক্রমন সহ এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ছোট এ জেলাটিতে ১২ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হল ৫ জনের। এ সময়ে পটুয়াখালীতে আরো ৯ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ২৩১-এ উন্নীত হল। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। গত ২৪ ঘন্টায় আরেক ছোট জেলা বরগুনাতেও ৯জন নতুন করে আক্রান্তের মধ্যে দিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫৫-এ উন্নীত হল। ইতোপূর্বে মারা গেছেন ২ জন। ভোলাতে নতুন করে আরো ৮ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১৮৪’তে উন্নীত হয়েছে। মারা গেছেন মোট ২ জন। তবে পিরোজপুরে গত ৪৮ ঘন্টায় নুতন করে কোন আক্রান্তের খবর দেয়নি স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৩৩। মৃত্যু হয়েছে ৩ জনের। পিরোজপুর সদর ছাড়াও ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়ীয়ার অবস্থা যথেষ্ট ঝুকিপূর্ণ । ইতোমধ্যে ভান্ডারিয়া সদরকে লক ডাউন করা হয়েছে। তবে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৭ জন করোনা মুক্ত হয়েছে বলে জানিয়ে এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ শ বলা হয়েছে। যা মোট আক্রান্তের মাত্র ২৫%। তবে দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে এ পর্যন্ত মোট ‘কোভিড-১৯’ চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা মাত্র ৩৩৮। আর আইসোলেশন ওয়ার্ডগুলোতে ৬১১ জন ভর্তি হয়েছেন। যারমধ্যে ২২৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। অপরদিকে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত ভর্তিকৃত ৩০৬ জনের মধ্যে ১৮৫ জনকে ছাড়পত্র দেয়া হলেও গত ২৪ ঘন্টায় দুজন সহ মৃত্যু হয়েছে মোট ৪৪ জনের। যার মধ্যে ৮ জনের রক্তের নমুনা পরিক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। শনিবার সকাল পর্যন্ত রেকর্ড সংখ্যক ৫০ জন রোগী চিকিৎসাধীন ছিল। অপরদিকে হাসপাতালটির করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ভর্তিকৃত ১৭৩ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ১০৭ জনকে ছাড়পত্র প্রদান করা হলেও গত ২৪ ঘন্টায় আরো একজন সহ মোট মৃত্যু হয়েছে ২২ জনের। গত ২৪ ঘন্টায় এখানের করোনা ওয়ার্ডে নতুন ৩ জন ভর্তি হলেও ৭ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে ১ জনের। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত ভর্তিকৃত ৪২৩ জনের মধ্যে ১৬৭ জনের দেহে করোনা সংক্রমন ধরা পড়েছে। নেগেটিভ ফল মিলেছে ২৫৬ জনের দেহে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT