করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ডা. ইমদাদ উল্লাহ খান করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ডা. ইমদাদ উল্লাহ খান - ajkerparibartan.com
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ডা. ইমদাদ উল্লাহ খান

1:07 pm , June 19, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ১১ ঘন্টার ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হাসেন জানান, আজ বিকেল ৫টা ৩৫ মিনিটে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীণ অবস্থায় ডা. ইমদাদ উল্লাহ খান মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ১০মিনিটে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ বিকেলে তাকে আইসিসিইউতে নেয়া হলে সেখানে মারা যান। তার নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ডা. ইমদাদ বরিশাল জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুপুর ২টা ২০মিনিটে করোনা ওয়ার্ডে মারা যান ৩৬ বছর বয়সী এক মহিলা শামীমা বেগম। তিনি বরিশালের বাবুগঞ্জের রায়পাশা এলাকার মো. আলাউদ্দিনের স্ত্রী। তাকে ১৮ জুন আইসিসিইউতে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। দুপুর ২টা ৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান করোনায় আক্রান্ত ৫৫ বছর বয়সী আব্দুল বারেক নামের এক ব্যক্তি। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার মৃত আরোব আলী রাঢ়ীর ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় গত ১৪ জুন ১২টা ৩৫মিনিটে আইসিসিইউতে ভর্তি করা হয়। আজ সকাল ৭টায় করোনা ওয়ার্ডে মারা যান ৬৬ বছর বয়সী এনামুল হক। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। তাকে গত ১৭ জুন সকাল ১০টা ১৫ মিনিটে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। গেল ২৯ মার্চ থেকে আজ পর্যন্ত করোনা ওয়ার্ডে ৬৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৩৭ জন নেগেটিভ এবং ২১ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। ৭ জনের রিপোর্ট এখনো আসেনি। এছাড়া গত ১৭ মার্চ থেকে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় ৪৬৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ১৭০ জন। মোট সুস্থ ৩১০ জন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT