বলেশ্বর নদের চর থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার বলেশ্বর নদের চর থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার - ajkerparibartan.com
বলেশ্বর নদের চর থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার

2:05 pm , June 18, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মধ্যবর্তি মাঝের চরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ২ রাউন্ড গুলি, রামদা ১টি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার রাত ৮টার দিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা এগুলো উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি তারা। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, বলেশ্বন নদের মাঝের চরে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। এ সময় ওই চরে গিয়ে আস্তানায় ৫টি পাইপগান, ২ রাউন্ড গুলি, রামদা ১টি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT