বকেয়া বেতন ও চাকুরীতে পূর্ণ বহালের দাবীতে শ্রমিকদের মানববন্ধন বকেয়া বেতন ও চাকুরীতে পূর্ণ বহালের দাবীতে শ্রমিকদের মানববন্ধন - ajkerparibartan.com
বকেয়া বেতন ও চাকুরীতে পূর্ণ বহালের দাবীতে শ্রমিকদের মানববন্ধন

3:08 pm , June 17, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ অবিলম্বে সকল পাওয়ানা পরিশোধ করে সোনারগাঁও টেক্সটাইল মিল খুলে দেয়া এবং অবৈধভাবে অলিম্পিক সিমেন্টের ছাঁটইকৃতদের বকেয়া পরিশোধ এবং চাকুরীতে পুনর্বহাল করার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালণ করেছে বরিশাল সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমীক-কর্মচারি সংগ্রাম পরিষদ। বুধবার সকাল সাড়ে ১১টায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমিক নেতা নুরুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, ছাঁটাইকৃত শ্রমিক শাহ আরজুমান, হারুন শরীফ, ফরহাদ হোসেন, হামিদা বেগম, বেবি আক্তার, হাওয়া বেগম, ইউসুফ হোসেন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা শহীদ হোসেন। ছাঁটাইকৃত ও বেতন পাওয়ানা শ্রমিকরা এসময় বলেন, শ্রম আইনদ্বারা পরিচালিত হওয়া সত্বেও সোনারগাঁও টেক্সটাইল মিল এবং অলিম্পিক সিমেন্টের ক্ষেত্রে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রম আইনের সকল ধারা লঙ্ঘন করেছে মালিকপক্ষ। তারা আরো বলেন আমাদের মে ও এপ্রিল মাসের বেতন, ঈদ বোনাস সহ যাবতীয় দাবী করা হলে তারা আমাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। অন্যদিকে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রাণঘাতী করোনার মধ্যে মালিকপক্ষের স্বেচ্ছাচারীতার কারনে মিল করাখানা বন্ধ করে দেয়ার কারনে আমরা আজ ক্ষুধার্থ। একদিকে পরিবার-পরিজনের কান্না আরেকদিকে করোনার মৃত্যু ভয়ের মুখে অসহায় জীবন যাপন করছি। তাই শ্রমিকরা সকল বকেয়া পরিশোধ করা সহ অবৈধভাবে বন্ধ করার সকল মিল খুলে দেয়া এবং শ্রমিকদের কাজের নিশ্চয়তার পাশাপাশি আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য শ্রম মন্ত্রালয় সহ স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। এসময় দাবী আদায়ের মানববন্ধন কর্মসূচি পালনকালে দুটি মিলের কয়েকশত মহিলা ও পুরুষ শ্রমিক অংশ গ্রহন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT