শেবাচিমের চিকিৎসকের উদ্যোগে ত্রান বিতরন শেবাচিমের চিকিৎসকের উদ্যোগে ত্রান বিতরন - ajkerparibartan.com
শেবাচিমের চিকিৎসকের উদ্যোগে ত্রান বিতরন

2:07 pm , June 12, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ চিকিৎসার পাশাপাশি এবার ত্রান সহায়তা নিয়ে এগিয়ে আসলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আনোয়ার হোসেন বাবলু। শুক্রবার (১২ জুন) তার নিজ গ্রাম ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম গোপালপুর গ্রামের প্রায় একশত পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও হাসপাতালের মেডিসিন-৩ এর বিভাগীয় প্রধান ডাঃ আনোয়ার হোসেন বাবলু করোনা পরিস্থিতির শুরু থেকে নিয়মিতভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার ওয়ার্ডে করোনা রোগী দেখা দিলে মাঝে তিনি হোম কোয়ারেন্টাইনে থেকে আবারো চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান। এখানেই থেমে থাকেননি তিনি। এলাকার কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের কথা চিন্তা করে ত্রান সহায়তা নিয়ে এগিয়ে আসেন তিনি। শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম গোপালপুর গ্রামে তার প্রতিষ্ঠিত পশ্চিম গোপালপুর ডাঃ আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় একশত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবন তুলে দেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT