গৌরনদীতে করোনায় মৃত ব্যক্তিদের স্মরণে বৃক্ষরোপণ গৌরনদীতে করোনায় মৃত ব্যক্তিদের স্মরণে বৃক্ষরোপণ - ajkerparibartan.com
গৌরনদীতে করোনায় মৃত ব্যক্তিদের স্মরণে বৃক্ষরোপণ

2:52 pm , June 10, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ “সময় এখন দেশের প্রকৃতি রক্ষা করা”এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ বিশ্বব্যাপি আতঙ্কিত কোভিড-১৯ সংক্রমন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ব্যক্তিদের স্মরণে “কোভিড ট্রি” নামের প্রজেক্ট শুরু করেছেন বৃক্ষরোপনে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। কর্মসূচির তৃতীয়দিনে বুধবার বুধবার সকালে ওই প্রজেক্টের মাধ্যমে জেলার গৌরনদী উপজেলা মাহিলাড়া ইউনিয়নের পাঁচ কিলোমিটার গ্রামীণ সড়কের দুইপার্শ্বে তাল, খেঁজুর সহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করা হয়েছে। চেয়ারম্যান পিকলু জানান, বর্তমানে আতঙ্কিত কোভিড-১৯ নামের প্রাণঘাতী ভাইরাসে গোটা বিশ্বের সাথে আমরাও আজ আক্রান্ত হওয়ার পাশাপাশি হারিয়ে ফেলতে শুরু করেছি অনেক চেনা-অচেনা সহ বিভিন্ন আপনজন। আজ আমাদের মানব সভ্যতাকে অবশ্যই মানতে হয় যে, উদ্ভব ও ক্রমবিস্তারের পেছনে কোথাও না কোথাও জীববৈচিত্রের ক্ষতি ও বিপর্যয়ের প্রভাব কাজ করছে। করোনা ভাইরাস আমাদের সামনে সেই সত্য আরেকবার উন্মোচন করছে। তাই পরিবেশ রক্ষায় বনায়নের কথা যেন ভুলে না যাই। আমরা যখন নতুন করে স্বাভাবিকতায় ফিরে যাব, তখন চাইবো আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন, আমাদের দেশ ও আমাদের পৃথিবী থাকবে দূষণমুক্ত একটি সুন্দর পরিবেশ। আর আমরা বসবাস করব সবুজ-নির্মলের সাথে। সেই লক্ষ্য নিয়ে কোভিড ট্রি প্রজেক্টের আওতায় বুধবার পর্যন্ত বাংলাদশে যতোজন মানুষ মৃত্যুবরণ করছেন তাদের আত্মার শান্তি কামনায় প্রতিজনের স্মরনে দুইটি করে ফলজ গাছ রোপণ করা হবে। এই গাছ যেন ঠিক মতো বেড়ে উঠতে পারে সেজন্য গাছ রোপনের জায়গায় স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীকে পরিচর্যার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। এসব ফলজ গাছের সমস্ত ফলের সুফল ভোগ করবে স্থানীয় দারিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। কোভিড ট্রি প্রজেক্টের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির নিজেই বিভিন্ন সহযোদ্ধাদের নিয়ে চারারোপন করার মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের স্বেচ্ছাসেবক পলাশ হাওলাদার, রুবেল ফকির, সজিব খলিফা ও রথিন বেপারী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT