গৌরনদীতে বিপুল পরিমানে অবৈধ পলিথিন উদ্ধার গৌরনদীতে বিপুল পরিমানে অবৈধ পলিথিন উদ্ধার - ajkerparibartan.com
গৌরনদীতে বিপুল পরিমানে অবৈধ পলিথিন উদ্ধার

2:41 pm , June 7, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। গতকাল রবিবার এ অভিযান করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও স্থানীয় মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান আল মামুন, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ মিন্টু শিকদার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য ও সাবেক ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন, গ্রাম পুলিশ মোঃ জসিম বেপারী, মোঃ রুবেল হাওলাদার, সেচ্ছাসেবক মোঃ পলাশ হাওলাদার, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ রমিন হাওলাদার, মোঃ সজিব খলিফা, মোঃ কাঞ্চন হাওলাদার, পলাশ মন্ডল ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ আল আমিন কবিরাজ এদের নিয়ে এসব অবৈধ পলিথিন জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। জানা গেছে, ভীমেরপাড় গ্রামের মৃত অজেদ আলী হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার এর বাড়িতে প্রায় তিন মাস আগে উজিরপুর উপজেলার শিকারপুরের মোঃ আলী হোসেন এর ছেলে মোঃ জুয়েল খান চানাচুরের ব্যবসা করবে বলে ঘর ভাড়া নেয়। জুয়েল ঘর ভাড়া নেয়ার পর চানাচুরের ব্যবসা না করে গোপনে অবৈধ নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করে। জুয়েলের এ ব্যবসার কথা এলাকার কেউ জানে না। পড়ে জব্দকৃত পলিথিন ইউনিয়ন পরিষদ কার্যলয়ের ফোজতে নিয়ে আসা হয় এবং এ বিষয়ে থানা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT