মেহেন্দিগঞ্জে ৫০ পরিবারে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী মেহেন্দিগঞ্জে ৫০ পরিবারে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে ৫০ পরিবারে পৌঁছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী

1:47 pm , May 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনায় আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ার পর ২০টি বাড়ির অর্ধশতাধিক পরিবারকে লকডাউন করে রেখেছে উপজেলা প্রশাসন। ওইসব পরিবারের ঘরে ঘরে দ্বিতীয় দফায় শনিবার সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের খরকী এলাকার। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানান, ওই এলাকার একজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর করোনা সংক্রমনরোধে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন থেকে ২০টি বাড়ির ৫০টি পরিবারকে লকডাউন করে রাখা গেছে। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের মহতি উদ্যোগে সাময়িকভাবে লকডাউনের ফলে নিয়মিত বাজার-ঘাট করতে না পারা পরিবারগুলোর ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT