3:31 pm , May 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মাদারীপুরের কালকিনি উপজেরা থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বুধবার পরিচালিত অভিযানে আটক মাদক বিক্রেতা হলো- কিরণ রাঢ়ী (৪২)। সে কালকিনি উপজেলার সাহেব রামপুর এলাকার হোসেন রাঢ়ীর ছেলে।
র্যাব জানিয়েছে, সাহেব রামপুর ক্ষুদ্রচর এলাকায় কিরনের বাড়ীর সামনে মাদক ক্রয় বিক্রয় করা হয়। গোপনে এ খবর পেয়ে র্যাবের দল সেখানে অভিযান করে। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক হয় কিরন। পরে তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।