3:36 pm , May 22, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা। জানা গেছে ঐ বৃদ্ধ ১০ দিন আগে নারায়নগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে নবগ্রাম রোডের রুইয়ার পোল এলাকার নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান। শেবাচিম হাসপাতালের কোভিড-১৯ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এ তথ্যের সত্যতা স্বিকার করেছেন।