3:29 pm , May 22, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। শহর থেকে শুরু করে গ্রামে এ ব্যাধী ছড়াচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০জন পুলিশ সদস্য। শুক্রবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৬১ জন নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩০৮-এ উন্নীত হল। গত মার্চ থেকে ৯ মে পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪৯ জন। কিন্তু গত ১০মে লকডাউন শিথিল করার পর ২২মে দুপুর পর্যন্ত নতুন আক্রান্ত হয়েছে ১৫৯জন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ১০ মে থেকে অঘোষিতভাবে লকডাউন শিথিল করায় সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে করোনা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। বরিশাল নগরীতে চিকিৎসক, নার্স থেকে শুরু করে পুলিশ সদস্য পর্যন্ত করেনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রায় প্রতিনিয়ত। সিটির ৩০টি ওয়ার্ডেই করেনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে শিথিল করা লকডাউনের কারনে।
গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে পটুয়াখালীতে ৬, বরিশালে ৪, ঝালকাঠীতে ৫ ও পিরোজপুরে ৩জন রয়েছে। এসময়ে পিরোজপুর হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১জন। তবে বরিশাল থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪জন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণাঞ্চলের ৬ জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত ৩০৮ জনের মধ্যে বরিশালে ১২৫, বরগুনাতে ৪৯, পিরোজপুরে ৪৪, পটুয়াখালীতে ৪০, ঝালকাঠীতে ৩৩ ও ভোলাতে ১৭জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭ জন। আর সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন ১১৮ জন। আর করোনার লক্ষন নিয়ে বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া ৪২৮ জনের মধ্যে ২৪৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানা গেছে।