দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় নতুন আক্রান্ত ১৬ দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় নতুন আক্রান্ত ১৬ - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় নতুন আক্রান্ত ১৬

3:35 pm , May 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে করোনা পরিস্থিতির অবনতির মাধ্যমে দক্ষিণাঞ্চলে নতুন করে শংকা বাড়ছে। বুধবার দুপরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় নুতন করে আরো ১৬ জন কোভিড-১৯’এ আক্রান্ত হবার মধ্যে দিয়ে এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১৭৬-এ উন্নীত হয়েছে। নগরীতে এক প্রসুতি তার সদ্যজাত সন্তান সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও মহানগর পুলিশের দুই সদস্য সহ এক নার্স পরিবারের আরো ৫ জনের মধ্যে করোনা সংক্রমন চিহ্নিত হয়েছে। বিএমপি’র উত্তর জোনের আরো প্রায় ৪০ জন পুলিশ সদস্যের রক্তের নমুনা পরিক্ষা করা হয়েছে। ফলাফল পেলে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক স্টাফ নার্স কোভিড-১৯’এ আক্রান্ত হবার পরে তার পরিবারের ৫ সদস্যও আক্রান্ত হয়েছে।
দক্ষিণাঞ্চলের বেশীরভাগ এলাকায় অঘোষিতভাবে লকডাউন প্রত্যাহার করায় পরিস্থিতির আরো অবনতি নিয়ে শংকিত সচেতন মহল। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তী ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় যে ১৬ জন নতুন করে কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে তার মধ্যে বরিশালে ৭ জন, পিরোজপুরে ৬ জন এবং বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠীতে ১ জন করে রয়েছে। এরফলে বরিশালে সর্বমোট ৫৮, বরগুনাতে ৩৯, পটুয়াখালীতে ৩১, পিরোজপুরে ২৪, ঝালকাঠীতে ১৬ এবং ভোলাতে ৮জন অক্রান্তের তালিকভুক্ত হয়েছে। পিরোজপুর শহরে করোনা ভাইরাস সংক্রমন ক্রমশ বাড়ছে। বরিশাল মহানগরীতেও উদ্বেগ বাড়ছে। অঘোষিতভাবে লকডাউন শিথিল করায় রাস্তাঘাট ও বাজারে জনসমাগম বৃদ্ধি পাওয়ায় আগামী কয়েকটি দিনে পরিস্থিতির ব্যাপক অবনতি নিয়ে শংকিত স্বাস্থ্য বিশেষজ্ঞগন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্যমতে এ পর্যন্ত মোট ৭৬ জন কোভিড-১৯ রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৬। এছাড়া বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে ৩১৭ জন ভর্তি হলেও ছাড়পত্র পেয়েছেন ২শ জন। গতকাল দপুর পর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের আইসোলেশনে ৪ জন ও করেনা ইউনিটে আরো ৬ জন চিকিৎসাধীন ছিল। ৪৮ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর লাবে মোট ৩৭৮ জনের রক্তের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করেনা ভাাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে বুধবার রেকর্ড সংখ্যক ২০৬ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT