আমতলীতে অগ্নিকান্ডে পুড়েছে দুই ব্যবসা প্রতিষ্ঠান আমতলীতে অগ্নিকান্ডে পুড়েছে দুই ব্যবসা প্রতিষ্ঠান - ajkerparibartan.com
আমতলীতে অগ্নিকান্ডে পুড়েছে দুই ব্যবসা প্রতিষ্ঠান

3:28 pm , May 12, 2020

আমতলী প্রতিবেদক ॥ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ বাজারে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। স্থাণীয় সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দফাদার ব্রীজ বাজারের চা বিক্রেতা মনিরুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী নজরুল ইসলাম খানের দোকান ঘরটি অর্ধেক পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে মনিরের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। চা বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, আমার দোকান ঘরে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে দোকান ঘরে আগুন লেগে মালামালসহ ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অপর দোকানদার নজরুল ইসলাম জানান, আগুনে আমার মুদি দোকান ঘরের অর্ধেক পুড়ে গেছে। এতে আমার কিছু মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকা।
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রনে এনেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মনিরের চায়ের দোকানে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি দোকানে আনুমানিক দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT