2:48 pm , May 9, 2020
কলাপাড়া প্রতিবেদক ॥ ফসলের ক্ষেতের জাল গরুর শিংয়ের সঙ্গে আটকে ছিড়ে যাওয়ায় ভাশুর, দেবরসহ অন্যান্যদের নির্মম নির্যাতনের শিকার হয়ে গৃহবধূ মোসাঃ কলি আক্তার পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার দুপুরে কলাপাড়ার সীমান্তবর্তী আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটলেও অবরুদ্ধ অবস্থা থেকে রাত সাড়ে ১০টায় কলাপাড়া হাসপাতালে এসে ভর্তি হয় ওই গৃহবধূ। ভাশুর কালাম হাওলাদারের ক্ষেতের জাল গরুতে ছিড়ে ফেলার জেলে গৃহবধূর ওপর হামলা হয়। নির্যাতিতার এক মাত্র কন্যা জামিয়া আক্তার (৫) আহত মায়ের পাশে ঘুরছে আর মায়ের জন্য কান্না করে আর বলে আমার মাকে কাকারা খুব মারছে। মা কলির চোখের পানি মুছে দেয় আর ফুফিয়ে কান্নায় জড়িয়ে পরে এই শিশুটি। নির্যাতনের শিকার মোসাঃ কলি আক্তার জানায়, ২০০৫ সালে পারিবারিক ভাবে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মো. রব হাওলাদারের ছেলে মো. কাদের হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর একমাত্র কন্যা বিধায় স্বামী নিয়ে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পিতা শাহালম শিকদারের বাড়িতেই থাকতেন গৃহবধূ। স্বশুড় আ. রব হাওলাদার মৃত্যুর পর শ্বশুরবাড়ি গিয়ে এক ছেলে এক মেয়ে নিয়ে সেখানে ঘর সংসার শুরু করে কলি আক্তার। এরপর থেকেই শুরু হয় তার ওপর নানাবিধ নির্যাতন। নির্যাতিতার স্বামী মো. কাদের ঢাকায় শ্রমিকের কাজ করায় সম্পত্তির লোভে গৃহবধূকে বাড়ি ছাড়ার জন্য দীর্ঘ দিন ধরে তার ওপর ভাশুর কালাম হাওলাদার, দেবর আসাদুল, আহসান বাবুসহ অন্যান্যরা নানা অজুহতে নির্যাতন চালিয়ে আসছে। সর্বশেষ শুক্রবার তাদের একটি গরুর শিংএর সঙ্গে কালাম হাওলাদারের ক্ষেতের ফসল রক্ষার জন্য জাল দিয়ে বেড়া দেওয়া জাল ছিড়ে যাওয়ার জের ধরে পিটিয়ে গৃহবধূকে মারাত্মক আহত করা হয় বলে গৃহবধূ অভিযোগ করেন। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।