আমতলীতে জেলেদের চাল বিতরণ আমতলীতে জেলেদের চাল বিতরণ - ajkerparibartan.com
আমতলীতে জেলেদের চাল বিতরণ

2:47 pm , May 9, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আঠারগাছিয়া ইউপির আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আঠারগাছিয়া ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০১ জন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরন করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএমএন জামিউল হিকমা । এসময় উপস্থিত ছিলেন, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ট্যাগ অফিসার সেলিম মাহমুদ, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদিস চন্দ্র বসু প্রমূখ । এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ১০১ জন জেলের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT