বরিশালে মাছের রেণু ও লার্ভা আটক বরিশালে মাছের রেণু ও লার্ভা আটক - ajkerparibartan.com
বরিশালে মাছের রেণু ও লার্ভা আটক

2:41 pm , May 9, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে চার ড্রাম দেশীয় বিভিন্ন মাছের রেণু-পোনা ও লার্ভাসহ একটি পিক আপ আটক করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙার হাট নামক স্থানে রেণু পোনা বহনকারী পিকআপ আটক করা হয়। আটককালে পিক আপ ড্রাইভার পালিয়ে যায়। পড়ে আটককৃত মাছের রেণু ও লার্ভাগুলো বাকেরগঞ্জের তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়। রেণু আটক ও অবমুক্তির বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। তিনি জানান, আটকের পর স্থানীয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তাকে খবর দিলে তাঁর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মাছের রেণু ও লার্ভাগুলো জব্দ করি। পড়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসানসহ স্থানীয়দের নিয়ে ৪ ড্রামের কয়েক লাখ রেণু-পোনা ও লার্ভা গুলো স্থানীয় তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT