দক্ষিণাঞ্চলে আরো ৭ কোভিড-১৯ রোগী আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়াল দক্ষিণাঞ্চলে আরো ৭ কোভিড-১৯ রোগী আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়াল - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে আরো ৭ কোভিড-১৯ রোগী আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়াল

2:39 pm , May 9, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে ৭ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমিত হবার মধ্যে দিয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড়শ অতিক্রম করল। শনিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পিরােজপুরে ৬জন ও বরগুনাতে আরো ১জন করোনা ভাাইরাস রোগী সনাক্ত হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। নতুন আক্রান্তদের মধ্যে দুজন নারী ও ৫জন পুরুষ। তবে এসময়ে দক্ষিণাঞ্চলের কোন হাসপাতালেই নতুন করে কোন কোভিড-১৯ আক্রান্ত রোগী ভর্তি হয়নি। এরফলে পিরোজপুরে ১৭ ও বরগুনাতে ৩৬ জন ছাড়াও বরিশালে ৪৯, পটুয়াখালীতে ৩০, ঝালকাঠীতে ১৪ ও ভোলাতে ৫ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হল। শণিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের রক্তের নমুনা পরিক্ষায় ৭ জনের পজেটিভ সনাক্ত হয়েছে। অপর একজন রোগীর তৃতীয় ফলোআপ পরিক্ষায় নেগেটিভ আসায় সে সুস্থ্য হয়ে উঠেছে বলে চিকিৎসগন জানিয়েছেন। এ পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ২৬৪ জন ভর্তি হলেও ছাড়পত্র পেয়েছেন ১৬৯ জন। আর কোভিড-১৯ প্রমানিত ১৫১ রোগীর মধ্যে হাসপাতাল ভর্তি হয়েছেন ৭১ জন। তবে কোভিড-১৯ অক্রান্ত ৭৪ জন রোগী ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন বলে কৃতপক্ষ জানিয়েছেন। মৃত্যু হয়েছে ৬জনের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT