2:36 pm , May 9, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মোকাবেলায় গণপরিবহন বন্ধ ও সাধারণ ছুটি ঘোষনার দেড়মাসেরও বেশি সময় পর বরিশালে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ শুরু করেছে মহানগর বিএনপি। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের সমালোচনাও করেছে তারা। শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর কাউনিয়া বালিকা দাখিল মাদরাসা চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার। এতো দেরি করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা সম্পর্কে প্রশ্ন করা হলে জিয়া উদ্দিন সিকদার দাবি করেন, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীরা বরিশালের বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই দুর্যোগ মোকাবেলায় কারো সাথে আলাপ না করে সরকার একাকি সবকিছু করছে বলে অভিযোগ করেন তিনি। এসময় সমন্বিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত বলে অভিমত মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদকের। ত্রাণ বিতরণকালে জেলা বিএনপি দক্ষিনের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর একই ওয়ার্ডের ব্রাঞ্চ রোডের শের-ই বাংলা স্কুলেও ত্রাণ বিতরণ করা হয়। জানাগেছে, প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৫ শত ব্যাগ ত্রাণ নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে। নগরীর ত্রিশটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ১৫ থেকে ২০ হাজার পরিবারকে ত্রাণ বিতরণের উদ্যেগ নিয়েছে মহানগর বিএনপি। প্রতি পরিবারকে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি এবং ১ টি করে সাবান দেয়া হচ্ছে।