3:18 pm , May 8, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ রোটারি ক্লাব অব বরিশাল রুপাতলীর পক্ষ থেকে নগরীর ২৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, চিনি, হ্যান্ড স্যানিটাইজার এবং পোলাউর চাল বিতরন করা হয়েছে। বাড়ি-বাড়ি গিয়ে গত দু দিন ধরে এ সহায়তা প্রদান করা হয়। রোটারি ক্লাব অব বরিশাল রুপাতলীর সদস্যদের পক্ষ থেকে দুস্থদের মধ্যে এ ত্রান সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি রিয়াজুল কবির রবিন, সাবেক সভাপতি ভানু লাল দে, সাধারন সম্পাদক ফিরোজ খান, সদস্য শীব সংকর, শওকত আকবর, পবিত্র কুমার দাস, সৈয়দ লিঙ্কু, ওয়াহিদ আনাম এবং অপূর্ব কুন্ডুর নিজস্ব সহায়তা থেকে এ ত্রান বিতরন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এ ত্রান সহায়তা অব্যাহত থাকবে।