শুক্রবার ৬ জেলায় নতুন রোগী ছিলনা শুক্রবার ৬ জেলায় নতুন রোগী ছিলনা - ajkerparibartan.com
শুক্রবার ৬ জেলায় নতুন রোগী ছিলনা

2:51 pm , May 8, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন করে কোন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়নি। তবে গত ৪ মে রক্ত এবং নাক ও গলার লালা রস পরিক্ষায় একজনে রোগীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যার নাম শুক্রবারের তালিকায় যূক্ত হয়েছে। বরিশাল মহানগরীর বাংলাবাজর এলাকার ২৪ বছর বয়সি ঐ রোগীকে হোম আইসোলেশনে চিকিৎসকের পর্যবেক্ষনে রাখা হয়েছে। তার কাশির উপসর্গ রয়েছে। ঢাকায় তার রক্ত সহ এসব লালা রস পরিক্ষায় পজেটিভ ফল এসছে। এরফলে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৪ জন থাকছে। এরমধ্যে বরিশালে ৪৯, বরগুনাতে ৩৫, পটুয়াখালীতে ৩০, ঝালকাঠীতে ১৪, পিরোজপুরে ১১ এবং ভোলাতে ৫জন রোগীর চিকিৎসা চলছে । এসময়ে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জনের রক্তের নমুনা পরিক্ষায় কারো শরিরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি। এছাড়া ৫ জন রোগীর দ্বিতীয় ও তৃতীয় ফলোআপ পরিক্ষায়ও নেগেটিভ ফল পাওয়া গেছে। এসব রোগী সুস্থ্য হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকগন। সুস্থ্য হয় ওঠা রোগীদের মধ্যে ভারতের বিহারের দুজন রোগীও রয়েছে। যারা পটুাখালীতে আত্মীয়র বাড়ীতে বেড়াতে এসেছিল। যাদের একজনের বয়স ৭৮, অপরজনের ৬৫ বছর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT