বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ গুড়ি ও রেনু নিধনের মহোৎসব বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ গুড়ি ও রেনু নিধনের মহোৎসব - ajkerparibartan.com
বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ গুড়ি ও রেনু নিধনের মহোৎসব

2:46 pm , May 8, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ গুড়ি ও ছেট মাছ নিধনের মহোৎসব চলছে। দীর্ঘ দিন ধরে এক শ্রেণীর অসাধু জেলে সন্ধ্যা নদীতে অবৈধ ভাবে বাধা জাল ও চরগড়া দিয়ে ইলিশ গুড়িসহ বিভিন্ন প্রজাতের ছোট মাছ নিধন করার অভিযোগ রয়েছে । এ ব্যপারে জানা যায়, জেলেরা মাছ রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টদের ম্যানেজ করে সন্ধ্যা নদীর ব্রাম্মনকাঠী, কাজলাহার, দাসেরহাট ও লস্করপুর সহ বিভিন্ন এলাকায় নিয়মিত বাঁধা জাল ও চরগড়া দিয়ে ইলিশ গুড়ি, বাইলা, পাবদা, রামসোস ও পোমা মাছের কোটি কোটি রেনু ও ছোট মাছ নিধন করছে। গত দু’মাস ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জামাল হোসেনকে স্থানীয় ভাবে একাধিক বার অভিযোগ করা হয়। কিন্তু তিনি করোনা আক্রান্ত হওয়ার ভয়ে ও লগডাউন চলার কারণে ওই সব এলাকায় অভিযান পরিচালনা করতে পারেননি বলে জানান বুধবার রাতে তিনি গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীর দাসেরহাট এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ১টি বাধা জাল ও বিভিন্ন এলাকা থেকে ৬টি চরগড়া জাল উদ্ধার করেণ। এসময় থানার এএসআই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT