ঝালকাঠিতে করোনা জয়ী পরিবার ঝালকাঠিতে করোনা জয়ী পরিবার - ajkerparibartan.com
ঝালকাঠিতে করোনা জয়ী পরিবার

2:40 pm , May 8, 2020

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে প্রথম করোনা সনাক্ত হওয়া পরিবারটি সুস্থ্য হয়েছে। প্রায় ১ মাস হোম আইসোলেশনে থাকার পর শিশু সহ পরিবারের ৩ সদস্যই এখন ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার। তিনি জানান, এক সপ্তাহের ব্যবধানে পরপর দুবার পরিক্ষায় তাদের রির্পোট নেগেটিভ এসছে। এরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিন্নাপাড়া গ্রামের নাছির হাওলাদার (২৮), তার স্ত্রী সুমা আক্তার (২৩) ও তাদের ৬ মাসের শিশু পুত্র মো. সাজিদ। জানাগেছে, ঝালকাঠির বাসিন্দা নাছির নারায়নগঞ্জে ব্যাবসা করতেন। ৮ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে আসেন। পরে তাদের করোনার উপসর্গ দেখা দিলে পরিক্ষায় পরিবার সহ রিপোর্ট পজেটিভ আসে। এসময় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদারের নির্দেশে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. ওমর ফারুকের তত্তাবধয়নে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা শুরু হয় এদের। স্বাস্থ্য সহকারি মো. জুবায়ের হোসেন নিয়মিত এদের সাথে যোগাযোগ রাখতেন। এরা জ্বর ও কাশির ওষুধ খেতেন নিয়মিত। এছাড়া লেবু, আদা, এলাচি, দারচিনি গরম পানির সাথে মিশিয়ে ভালো ভাবে ফুটিয়ে ভাব নিতেন এবং পান করতেন। এর বাহিরে নিয়মিত ব্যায়াম করাসহ অন্যান্যা নিয়ন কানুন মেনে চলায় এক মাসের মধ্যেই করোনাকে জয় করতে স্বক্ষম হয়েছে পুরো পরিবার। অসুস্থ্য থাকাকালিন সময়ে পুরো পরিবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগীতা পেয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT