2:39 pm , May 8, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা রোগীদের জরুরী সেবা প্রদানের স্বার্থে এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ করা হচ্ছে। গত ৪ মে স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রশাসন অধি-শাখা ১এর উপ সচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনায় দেশের ৭ টি পুরাতন মেডিকেল কলেজ হাসপাতাল (স্যার সলিমুল্লাহ, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল) এর জন্য ল্যাব এটেনডেন্ট ৪২ জন, ওয়ার্ড বয় ১১২ জন, আয়া ৫৬ জন এবং ১০৫ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নির্দেশনা প্রদান করা হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে আনুপাতিক হারে এর একটি অংশ নিয়োগ দেয়া হবে। নির্দেশনায় বলা হয়েছে ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৬ মাসের জন্য এ আদেশ বলবৎ থাকবে এবং পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দিতে হবে। সেবা প্রদান কারীরা সেবা মূল্য সেবা প্রদানকারীর নিজ ব্যাংক হিসাবে সেবা ক্রয়কারী প্রদেও হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। প্রক্রিয়া শুরুর বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন এখনো সে চিঠি এসে পৌছায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।