2:09 pm , May 7, 2020
চরফ্যাশন প্রতিবেদক ॥ চরফ্যাসনে জমি পরিমাপ নিয়ে দ্বন্ধে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ২ নং ওয়ার্ডের ইনু মাঝি বাড়ীতেএ ঘটনা ঘটেছে। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের সূত্রে জানা গেছে। আহতরা হলেন, মোঃফরিদ (৪৫), শাহজাহান (৬৫), স্ত্রী নাজমা (৫০), ছেলে ইয়াছিন (৩০) ও সুমন (২৫)। দুপুরে ইনু মাঝি বাড়ীতে সালিস বৈঠকে বসেন সাবেক চেয়ারম্যান বাহাউদ্দীন জসিম সরমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। এই সালিসদারদের সামনে এই হামলা করে একই বাড়ীর আবুল হাসেম মাঝির ছেলে নাগর মাঝি ও তার ছেলেরা। এ ব্যাপারে সুমন বাদী চরফ্যাসন থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।