2:04 pm , May 7, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল, বরগুনা ও ঝালকাঠীতে আরো ৫ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে বরিশালে ৩ জন ছাড়াও বরগুনা ও ঝালকাঠীতে ১ জন করে নুতন আক্রান্ত হয়েছে। এরফলে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৪৪-এ উন্নীত হল। যার মধ্যে বরিশালে ৪৯, বরগুনায় ৩৫, পটুয়াখালীতে ৩০, ঝালকাঠীতে ১৪, পিরোজপরে ১১ ও ভোলাতে ৫ জন রোগী রয়েছে। বরিশাল মহানগরীতে এ পর্যন্ত ১০জন কোভিড-১৯ রোগী সনাক্ত হলেও ৯জন সুস্থ হয়েছেন। অপর একজন নার্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৩ জনের রক্তের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পরে। এছাড়া ৩ জনের দ্বিতীয় ফলোআপ ও ৬ জনের প্রথম ফলোআপ পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় তারা সুস্থ হয়ে উঠছেন বলে চিকিৎসকগন জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ১০ হাজার ৩৯১ জন। এ সময়ে সুস্থভাবে কোয়ারেন্টিন শেষ করেছেন ৮ হাজার ১৭৪ জন। এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৬৬ জন। যার মধ্যে ১৫৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। অপরদিকে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ সনাক্ত ১৪৪ জনের মধ্যে ১০৫ জন হাসপাতাল ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। যার মধ্যে পটুয়াখালীতে ৩, বরগুনাতে দুই ও বরিশালে ১জন রয়েছে।