2:00 pm , May 7, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে গত ১৬ মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। অধিকাংশ শিক্ষার্থীই এখন অবস্থান করছে নিজ নিজ এলাকায়। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের এক জায়গায় জমায়েত সম্ভব নয়। তবে বাস্তবতা হচ্ছে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই স্বল্প পরিসরে পরীক্ষামূলক অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে চাইছে প্রতিষ্ঠানটি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাশ।