দেড় হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেড় হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা - ajkerparibartan.com
দেড় হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা

2:04 pm , May 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বিসিক শিল্প নগরীর ফরচুন সুজ লিমিটেডের পক্ষ থেকে কর্মহীন হয়ে পরা দুস্থ ও অসহায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ফরচুন সুজ লিমিটেডের সামনেই এই সহায়তা বিতরণ করা হয়। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করেন। এসময় ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি সহ ১০টি আইটেম প্রতি পরিবারকে দেয়া হয়। এদিকে এর আগেও ফরচুন সুজ লিমিটেডের পক্ষ থেকে বরিশালের পুলিশ প্রশাসন, র‌্যাব ৮, জেলা প্রশাসন ও চিকিৎসকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT