দায়িত্বে অবহেলা করায় শেবাচিম’র টেকনোলজিষ্টকে শোকজ দায়িত্বে অবহেলা করায় শেবাচিম’র টেকনোলজিষ্টকে শোকজ - ajkerparibartan.com
দায়িত্বে অবহেলা করায় শেবাচিম’র টেকনোলজিষ্টকে শোকজ

2:03 pm , May 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস সংক্রমনের ভয়ে টানা দেড়মাস অনুপস্থিত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) টেকনোলজিষ্ট কারন দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও শেবাচিম’র এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকারের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সারওয়ার। শোকজ নোটিশ প্রাপ্ত টেকনোলজিষ্ট হলো-শেবাচিম’র এনাটমি বিভাগের মাহমুদা খানম। সে শেবাচিম’র অর্থোপেডিক্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. মোর্শেদ আলমের স্ত্রী। তাকে ছুটি না নিয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবেনা তা সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, স্বামীর প্রভাবের কারনে টেকনোলজিষ্ট মাহমুদা খানম কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকেন। মাঝে মাঝে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। সর্বশেষ তিনি গত ১৬ মার্চ হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এরপরে করোনা দূর্যোগ দেখা দেয়ার পর থেকে তিনি কর্মস্থলে আর আসেননি। তাই গত ৪ মে পর্যন্ত হাজিরা খাতায় তার স্বাক্ষর না থাকায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে। গত ৫ মে উভয়কে পৃথক নোটিশ দেয়া হয়েছে। এ্যানাটমি বিভাগের অফিস সহকারী সুশীল চন্দ্র জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মাহমুদা খানম একটি ছুটির আবেদন করেন। কিন্তু সেটা কর্তৃপক্ষ অনুমোদন করেনি। তার আগেই তিনি কর্মস্থলে আসা বন্ধ করে দেন। তবে মাহমুদা খানম দাবি করেছেন, করোনার কারনে বরিশাল জেলা লকডাউন হওয়ায় তিনি কর্মস্থলে আসতে পারেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT