খালে বিষ প্রয়োগ কালে আটক-২, সাজা খালে বিষ প্রয়োগ কালে আটক-২, সাজা - ajkerparibartan.com
খালে বিষ প্রয়োগ কালে আটক-২, সাজা

1:52 pm , May 5, 2020

রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা মানকি খালে বিষ প্রয়োগের প্রস্তুতিকালে আটক খালে বিষ প্রয়োগ চক্রের ২ ব্যক্তিকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে তাদের এ কারাদন্ড দেন ইউএনও সোহাগ হাওলাদার। এদের কাছ থেকে প্যারাক্রম ও ফাইটারমেথিন নামে একশ’ এমএল’র ২ বোতল বিষ, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মাসুম খলিফা (২৪) ও চাঁনপুরা গ্রামের হাবিব বেপারীর ছেলে জসিম বেপারী। ইউএনও সোহাগ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজাপুর উপজেলার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছসহ বিভিন্ন প্রাণী নিধন করে আসছিলো। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খালে বিষ প্রয়োগের প্রস্তুতি দিলে পুখরিজানা মানকি খালের সøুইজগেট এলাকায় তাদের এলাকাবাসী আটক করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT