1:40 pm , May 5, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে অবশেষে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ওই বৃদ্ধকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধর নাম রবিন্দ্র চন্দ্র দে। বয়স ৭০ বছর। পিতা মৃত মনোরঞ্জন চন্দ্র দে। তিনি ৭ নং ওয়ার্ডের অর্šÍভূক্ত ১৬ বাড়ীর বাসিন্দা। সোমবার দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে সমাজসেবা কার্যালয়ের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত এবং কাউনিয়া থানার পুলিশ নিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, রবিবার (৩ মে) বিকেলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ম্যাসেঞ্জারে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধর ছবি ও ঠিকানা পান। এরপর তাৎক্ষনিক জেলা প্রশাসক আমাকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আমরা সোমবার দুপুরে মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত এবং কাউনিয়া থানার পুলিশ নিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করি। এরপর তাকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ বৃদ্ধর যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করবে বরিশাল সমাজসেবা কার্যালয় বলে জানান প্রবেশন অফিসার। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে উদ্ধারের ব্যাপারে সাংবাদিক শেখ শামীম আমাকে অবহিত করেন। এরপর আমি তাৎক্ষনিক ওই বৃদ্ধ লোকটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করি। এছাড়া ওই বৃদ্ধর চিকিৎসার সকল ব্যয় সমাজ সেবা কার্যালয় বহন করবে। সম্প্রতি ওই বৃদ্ধ লোকটির করোনা ভাইরাস হয়েছে এজন্য তার আতœীয় স্বজনরা ভাটিখানা সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচতলার বারান্দায় রেখে পালিয়ে যায়। তবে উদ্ধার হওয়া বৃদ্ধর কোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায় নি।