2:18 pm , May 4, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে টিসিবি’র কার্যক্রমে বাধাঁ দিয়ে জেলে যাওয়া সেই আইনজীবীর ভাই এবার হুমকি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্যাগ অফিসার এবং টিসিবির ডিলারকে। আইনজীবীকে মোবাইল কোর্টে কারাদন্ড দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বরিশাল ছাড়া করা এবং টিসিবির ডিলারের ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। এই ঘটনায় হুমকি দাতার মুঠোফোন নম্বর (০১৭৩৫৪৯৬২৬৩) উল্লেখ করে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন টিসিবির ডিলার মো. মশিউর রহমান। রোববার (৩ মে) দায়ের করা ডায়েরী নম্বর ১১০। এদিকে ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া সেই আইনজীবী রবিউল ইসলাম রিপন জামিন পেয়েছেন। রোববার সন্ধ্যায় মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ। বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিনি ট্রাকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি করতে নবগ্রাম রোডস্থ সোনামিয়ার পুল বাজারে যান ডিলার মো. মশিউর রহমান। সময় অনুমতি না নিয়ে বাজার এলাকায় টিসিবির পণ্য বিক্রি করতে আসায় ডিলার ও তার কর্মচারীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ঘটনাস্থলে গেলে তাকেও লাঞ্চিত করেন ওই আইনজীবী। আর এসব ঘটনা ঘটে টিসিবি কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ও তার নেতৃত্বাধীন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের টিম। এ ঘটনার প্রেক্ষিতে সংঘটিত অপরাধ আমলে নিয়ে অভিযুক্ত আইনজীবী রবিউল ইসলাম রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়। তবে পরে তাকে জামিন দেয়া হয়। এ দিকে ডায়রীতে অভিযোগ করা হয়েছে, ঘটনার পরদিন অর্থাৎ ৩ এপ্রিল বিকাল ৫টা ৪ মিনিটে নিজের পরিচয় গোপন রেখে ০১৭৩৫৪৯৬২৬৩ নম্বর থেকে টিসিবি’র ডিলার মশিউর রহমানকে ফোন করে ট্যাগ অফিসারের নম্বর চায়। নম্বর না দিয়ে পরিচয় জানতে চাইলে অজ্ঞাত ওই ব্যক্তি ট্যাগ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অকথ্য ভাষায় গালি দেয়। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রটকে বরিশাল থেকে বিদায় করা এবং ডিলারকে তার ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে টিসিবির ডিলার মো. মশিউর রহমান বাদী হয়ে রাতে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। যেখানে নিজেদের নিরাপত্তার দাবি জানান ওই ডিলার।