৭ আবাসীক হোটেলে অর্ধশত করোনা যোদ্ধা ৭ আবাসীক হোটেলে অর্ধশত করোনা যোদ্ধা - ajkerparibartan.com
৭ আবাসীক হোটেলে অর্ধশত করোনা যোদ্ধা

2:17 pm , May 4, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা যোদ্ধা হিসেবে পরিচিত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের শতাধিক চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট অন্যদের জন্য সাতটি উন্নতমানে আবাসিক হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে নগরে বিলাসবহুল হোটেল। সেগুলো হলো গ্রান্ড পার্ক, হোটেল সেডোনা, হোটেল এরিনা, হোটেল এথেনা, হোটেল ইস্টার্ন, হোটেল আলি এবং রোদেলা। বরাদ্দকৃত এসব হোটেলে রোববার রাত পর্যন্ত ৪২ জন ডাক্তার-নার্সরা উঠেছেন। বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশালে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার থেকে দক্ষিণাঞ্চলের অন্যতম চিকিৎসাকেন্দ্র শেবাচিম হাসপাতালের শতাধিক চিকিৎসক, নার্স এবং অন্যদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতটি উন্নত মানের হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করে করোনা ওয়ার্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে দায়িত্বরত চিকিৎসক, নার্সসহ অন্য স্টাফরা নিজের এবং তাদের পরিবারের সুরক্ষায় এসব হোটেলে নিয়মানুযায়ী থাকতে পারবেন। ফলে এসব করোনা যোদ্ধারা করোনা রোগীদের সেবা নিশ্চিত করার পাশাপাশি নিজের এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শেবাচিমের চিকিৎসক-নার্সসহ অন্যরা যাতে নিজেরা সুস্থ থেকে করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি করোনা মোকাবিলায় যা যা করণীয় তার সব কিছুই জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT