2:14 pm , May 4, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে নন এম.পিওভুক্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ত্রাণ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সোমবার সকাল ১১ টায় সামাজিক দূরত্ব মেনে ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনের এম.এ. গফুর অডিটরিয়ামে এ আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি অব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুনীলবরণ হালদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ ও মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া। বরিশাল সদর উপজেলার দক্ষিণ কর্ণকাঠী বৈকালিন মাধ্যমিক বিদ্যালয়, মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চটুয়াচর গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার মাধ্যমিক বিদ্যালয়, আবদুল আজিজ খান মাধ্যমিক বিদ্যালয় সহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষক-কর্মচারীদের প্রত্যেকে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।