2:13 pm , May 4, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস দক্ষিনের ছোট্ট জেলা বরগুনা দাপিয়ে বেড়ানোর মধ্যেই ডায়রিয়া আমজনতার দুঃশ্চিন্তা আরো বৃদ্ধি করছে। গত কয়েকদিনে বরগুনা জেলায় সহশ্রাধীক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। বরগুনাতে এপর্যন্ত ৩২জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মৃত্যুও হয়েছে দুজনের। ডায়রিয়া আক্রান্তদের মধ্যে সিংহভাগই বেতাগী উপজেলার। তবে বরগুনার সিভিল সার্জন অফিসের মতে, এ পর্যন্ত জেলায় ২১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ওয়াকিবাহল মহলের মতে, শুধুমাত্র যেসব রোগী চিকিৎসার জন্য হাসপাতালে গেছে সে হিসেবটিই সরকারীভাবে নথিভূক্ত করা হয়েছে। বাস্তবতা হচ্ছে খুব খারাপ অবস্থা না হলে কেউ হাসপাতালের স্মরনাপন্ন হচ্ছেন না। এমনকি করোনা ভাইরাসের কারনেও অনেক ডায়রিয়া রোগী হাসপাতালে যাননি। যাদের হিসেব স্বাস্থ্য বিভাগের কাছে নেই। সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরগুনাতে আরো ২০জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১২ জনই বেতাগী উপজেলায়। এছাড়াও জেলার সদর হাসপাতালে সোমবার দুপুরে ১৫জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিল। এপ্রিলের মধ্যভাগ থেকেই বেতাগী সহ বরগুনার কিছু কিছু এলাকায় ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলেও প্রথম দিকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিয়ে যথাযথ নজরদারী করেনি বলে অভিযোগ রয়েছে। এমনিক বিষয়টি বরিশাল বিভাগীয় দপ্তরকে পর্যন্ত জানান হয়নি। সর্বাধীক আক্রান্ত বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় আইভি স্যালাইন পর্যন্ত ছিলনা। গনমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে বিভাগীয় পরিচালক সিভিল সার্জনের সাথে কথা বলে প্রয়াজনীয় স্যালাইনের ব্যাবস্থা করেছেন বলে জানা গেছে। তবে পরিন্থতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে বলে গতকাল দাবী করেছেন বরগুনার সিভিল সার্জন।