এস এম রুহুল আমিনের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি এস এম রুহুল আমিনের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি - ajkerparibartan.com
এস এম রুহুল আমিনের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

2:40 pm , May 3, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সাবেক সফল পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। ৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে তার সাথে আরো ৪ জন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমি, এস এম রুহুল আমিন, মল্লিক ফখরুল ইসলাম ও মোঃ কামরুল আহসান। তাদের মধ্যে ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগ (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বাকী চার জনকে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হয়েছে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম রুহুল আমিন। তার দায়িত্বকালীন সময়ে সন্ত্রাস, মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধীরা নগর ছেড়ে পালিয়েছিলো। অত্যন্ত সৎ ও সাহসী এই পুলিশ অফিসারকে বরিশাল বাসি সানন্দে গ্রহন করেছিলেন। বিশেষ করে তার সময়ে আবাসিক হোটেল কেন্দ্রীক অসামাজিক কার্যকলাপ সম্পূর্ন রূপে বন্ধ ছিলো। যে কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ছিলো নিয়ন্ত্রনের মধ্যে। অপরাধি যেই হোকনা কেন তাকে ছাড় দিতেন না। এমনকি তার সময়ে বেশ কয়েকজন পুলিশের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে তিনি কুন্ঠিত হননি। সাংবাদিক সহ সমাজের সর্বমহলে অত্যন্ত জনপ্রিয় এস এম রুহুল আমিন সাংবাদিক বান্ধব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। অপরাধ দমনে যেভাবে সোচ্চার ছিলেন ঠিক তেমনি সাধারণ মানুষের পাশেও দড়িয়েছিলেন একজন বন্ধু হিসেবে। সাংবাদিক, সুশীল সমাজ, তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সহ সকলকে সাথে নিয়ে শান্তি ও সমৃদ্ধির পথে কাজ করেছেন তিনি। তার এই পদোন্নতিতে দৈনিক আজকের পরিবর্তন পরিবার আনন্দিত এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহামুদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT