চরফ্যাশনের ১০হাজার পরিবারে ত্রান বিতরন চরফ্যাশনের ১০হাজার পরিবারে ত্রান বিতরন - ajkerparibartan.com
চরফ্যাশনের ১০হাজার পরিবারে ত্রান বিতরন

2:04 pm , May 3, 2020

ভোলা প্রতিবেদক ॥ মানুষ মানুষের জন্য কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশনে ১০ হাজার কর্মহীন ও নি¤œ আয়ের পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি রোববার সকালে চরফ্যাশনের ঈদগাহ মাঠে পৌরসভার দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। পরে তিনি উপজেলার মাদ্রাজ ও হাজারীগঞ্জ ইউনিয়নেও ত্রাণ বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে গতানুগতিক চাল, ডাল, আলুর পাশাপাশি দেয়া হয়েছে চিনি, ছোলা, পেয়াজ, মশুর, সয়াবিন, সেমাই, গুড়দুধ, চিড়া, লবন। এছাড়া উপজেলার ২৮টি কওমি মাদরাসা ও এতিমখানায় সাড়ে ১৪ লাখ টাকা অনুদান দেন এপি জ্যাকব। এসময় তিনি বলেন, যতবড় দুর্য়োগ আসুক শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না। প্রধানমন্ত্রীর নির্দশনা মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT