1:59 pm , May 3, 2020
আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের উত্তর কৃষ্ণনগর গ্রামের আলতাফ সিকদারের বসত বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সিদ কেঁটে ঘরে প্রবেশ করে নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্নালংকাসহ চার জনকে কুপিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে। রবিবার সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। জানাগেছে উপজেলার কৃষ্ণনগর গ্রামের আলতাফ সিকদার পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে ছিল। শনিবার গভীর রাতে ৫/৬ জনের একদল ডাকাত সিদ কেঁটে ঘরে প্রবেশ করে। ঘরের আলমিরার মধ্যে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। তারপর ডাকাত দল আলতাফ সিকদারের বোন লিনা আক্তারের কানের ব্যবহৃত স্বর্নলংকার খুলতে গেলে সে ডাকচিৎকার দেয়। তার ডাক চিৎকারে দুই ভাই আলতাফ ও কামাল সিকদার ডাকাত দলের এক জনকে ঝাপটে ধরে। তখন ডাকাত দলের অন্য সদস্যদের সাথে থাকা দেশীয় ধাড়ালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর জখম করে। তখন কামাল আলতাফ ও লিনার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ডাকাত দল চাকু ও একটি সাবল ফেলে পালিয়ে যায়। রবিবার সকালে স্বজনরা আহত আলতাফ সিকদার, ভাই কামাল হোসেন, বোন লিনা আক্তার ও ফাতেমাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এনে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাকু ও সাবল উদ্ধার করেছে। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিনিউটি মেডিকেল অফিসার আলহাজ্ব ডাঃ হারুন অর রশিদ বলেন, আহতরা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এটা ডাকাতির ঘটনা নয় ¯্রফে চুরির ঘটনা ঘটেছে।