1:58 pm , May 3, 2020
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া-উজিরপুর বিএনপির প্রতিনিধি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহাম্মেদ সান্টুর নিজ অর্থায়নে উপজেলা শ্রমিক দলের তত্ত্বাবধানে বানারীপাড়ার ৮ ইউনিয়নের অসহায় কর্মহীন দরিদ্র শ্রমিকদের মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ৩ মে রবিবার বেলা ১২ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন এলাকায় এ উপহার ও ইফতার সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা, সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কাজি বশির আহাম্মেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকি স¤্রাট, সিনিয়র সহ-সভাপতি জাফর তালুকদার, সাধারন সম্পাদক মাসুম সরদার, যুগ্ম-সম্পাদক মো. আনিস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, যুব দলের সাংগঠনিক সম্পাদক লিটন মৃধা, যুবদল নেতা আ. রহমান, বিএনপি নেতা আ. রহিম, কৃষক দল নেতা আজমুল প্রমূখ। উল্লেখ্য বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব শুরু থেকেই অসহায় দরিদ্র, কর্মহীন নেতাকর্মী ও সাধারন জনগনের সহায়তায় দানবীর খ্যাত জনবান্ধব নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার নিজ তহবিল থেকে উজিরপুর এবং বানারীপাড়ায় বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে প্রথম ধাপে ১০ লাখ ও পরবর্তীতে ২ লাখ টাকা প্রদান করেছেন বলে জানাগেছে। এছাড়াও রমজান মাস জুড়ে এস সরফুদ্দিন সান্টুর পক্ষ থেকে উপজেলার সামর্থহীন মানুষের মাঝে আরও নগদ অর্থ যা দিয়ে মানুষ সেহরী ও ইফতারী সামগ্রী ক্রয় করতে পারেন তার ব্যবস্থা করা হবে বলে আস্বস্থ করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা।