বাবুগঞ্জে বহিস্কৃত চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে অভিযোগ দুদকে বাবুগঞ্জে বহিস্কৃত চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে অভিযোগ দুদকে - ajkerparibartan.com
বাবুগঞ্জে বহিস্কৃত চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে অভিযোগ দুদকে

1:53 pm , May 3, 2020

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুর ইউনিয়নের বহিস্কৃত ইউপি চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে এবার ভিজিডি চাল আতœসাতের অভিযোগ। এ ঘটনায় নূরে আলমের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক ও দূর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিজিডি চাল বঞ্চিতরা। এছাড়াও নূরে আলমরে বিরুদ্ধে প্রতিকার চেয়ে অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, র‌্যাব-৮ এর অধিনায়ক, বাবুগঞ্জ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে। অভিযোগে চাল বঞ্চিত জেলেরা উল্লেখ করেন, চলতি বছরের নিবন্ধিত জেলেদের ৪ মাসের চাল ডিউ লেটারের মাধ্যমে উত্তোলন করা হলেও জেলেদের মাঝে দুই মাসের চাল বিতরণ করে বাকি দুই মাসের চাল চেয়ারম্যান নিজেই আতœসাত করেন বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে তারা আরও বলেন, জেলেদের চাল আতœসাত ও অনিয়মের কারণে গত ১৬ এপ্রিল র‌্যাব-৮ চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় একটি মামলা (নং-১০) দায়ের করে। এর আগে তার বাড়ি থেকে ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন তারা। জেলেদের চাল চুরির ঘটনায় আইনী ব্যবস্থা এবং একই অপরাধে নূরে আলমকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও ভিজিডি কার্ডের চাল আতœসাতের ঘটনায় কোন প্রকার আইনী ব্যবস্থা গ্রহন করা হয়নি। তাই দেশের চলমান এই মহা-দুর্যোগময় মুহূর্তে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করা ভিজিডি চাল বঞ্চিতরা চাল আত্মসাতকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির’র পাশাপাশি ভিজিডি কার্ডের প্রাপ্য চাল পাওয়ার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের নিকট। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, ‘চাল চুরির ঘটনা ফাঁস হওয়ার ও একই অভিযোগে মামলা হওয়ায় আত্মগোপনে রয়েছেন নূরে আলম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT