মানবতার বাজারে যুক্ত হচ্ছে ‘শিশু খাদ্য কর্ণার’ মানবতার বাজারে যুক্ত হচ্ছে ‘শিশু খাদ্য কর্ণার’ - ajkerparibartan.com
মানবতার বাজারে যুক্ত হচ্ছে ‘শিশু খাদ্য কর্ণার’

3:44 pm , May 2, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের এর ‘মানবতার বাজার’ এ আজ বরিবার থেকে যুক্ত হচ্ছে ‘শিশু খাদ্য কর্ণার’। যে সকল পরিবারে ১০ বছরের নীচে শিশুরা আছে সেই পরিবারগুলোকে মানবতার বাজারের নিয়মিত খাদ্য দ্রব্যের সাথে শিশু খাদ্য হিসেবে দুধ, সুজি, চিনি দেয়া হবে। আগামীকাল সকাল সাড়ে এগারো টায় ফকিরবাড়ি রোডস্থ মাতৃছায়া স্কুলে মানবতার বাজারে এই ‘শিশু খাদ্য কর্ণার’ উদ্বোধন করা হবে। ২ মে ‘এক মুঠো চাল’ খাদ্য সহায়তার আওতায় এই ‘মানবতার বাজার’ পরিচালিত হয় নগরীর ৭ নং ওয়ার্ডের আসমত আলী স্কুল প্রাঙ্গণে। এখান থেকে ৭ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ বরিবার ‘মানবতার বাজার’ পরিচালিত হবে ফকিরবাড়ি রোডের মাতৃছায়া স্কুলে এবং ‘এক মুঠো চাল’ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আজ বরিবার সকাল ১০টায় থেকে বাকেরগঞ্জ কলসকাঠিতে এবং বিকাল ৪টায় আগৈলঝরায় গৈলাতে পাল সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT