3:43 pm , May 2, 2020
পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় হতদরিদ্র এক কৃষকের ২৬ শতাংশ জমির শবজি বাগান ও কাঁঠাল গাছ থেকে কাঁচা কাঁঠাল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের কৃষক শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। কৃষকের ৩ টি কাঁঠাল গাছের প্রায় অর্ধশত কাঁচা কাঁঠাল গাছ থেকে কেটে কৃষকের বসত বাড়ীর সামনে ও খালের মধ্যে ফেলে দিয়েছে। কৃষক শাহজাহান মিয়া জানান, আমি ছোট পাথরঘাটা গ্রামে ৩০ বছর ধরে সফল কৃষক হিসাবে সকলের কাছে পরিচিত। প্রতি বছর সবজির বাগান করে লক্ষ লক্ষ টাকা আয় করি। আমার বাগানে শসা, কাকরোল, বরবটি, ঝিঙ্গা ও লেবুর চাষ করি। এ বছর এই শবজি বাগানে প্রচুর ফলন ধরেছে এবং কাঁঠাল গাছে পচুর কাঠাল ধরেছে। শুক্রবার রাতে তারাবী নামাজ পরে আমি আমার ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ৩ টার দিকে রোজা রাখতে (সেহেরী খেতে) উঠে দেখি ঘরের সামনে কাঁচা কাঠাল ও লেবু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসময় প্রতিবেশীদের ডেকে এনে দেখিয়েছি। পরে সকালবেলা যখন সবজি বাগানে গেছি তখন দেখী সকল গাছের গোড়া কাটা। গাছ গুলো শুকিয়ে যাচ্ছে। বিষয়টি পাথরঘাটা কৃষি কর্মকতাকে জানানো হয়েছে। এব্যাপারে দুর্বৃত্তদের নাম প্রকাশ না করে স্থানীয় মো.হারুন মিয়া ও মো. ইউসুবসহ কয়েক জনে জানিয়েছেন, ক্ষেতের শবজি বিক্রির সময় স্থানীয় লোক জনের সাথে কথা কাটাকাটি হয়েছে। এজন্য তারা এই কাজ করতে পাড়ে বলে তাদের ধারনা।