অসহায় ফুটবলারদের পাশে দাড়ালেন মঞ্জুরুল আহসান ফেরদৌস অসহায় ফুটবলারদের পাশে দাড়ালেন মঞ্জুরুল আহসান ফেরদৌস - ajkerparibartan.com
অসহায় ফুটবলারদের পাশে দাড়ালেন মঞ্জুরুল আহসান ফেরদৌস

3:41 pm , May 2, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ও (কীর্তনখোলা-১০ ও ২) লঞ্চের সত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌস এবার বরিশালের ফুটবল খেলোয়ার ও তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন। মঞ্জুরুল আহসান ফেরদৌস করোনার কারনে উপার্জনহীন, অসহায় শতাধিক ফুটবল খেলোয়ার, তাদের পরিবার ও মুসলিম পাড়া, চৌমাথা ও নবগ্রাম রোড এলাকার দুইশতাধিক অসহায় দুস্থদের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি পিয়াজ, ৪ কেজি আলু, ১ কেজি লবন ও চিনি ও দুটি করে সাবান পরিবার প্রতি সহায়তা দিয়েছেন। সিøপের মাধ্যমে অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে পরিবারের হাতে এই বরাদ্ধ তুলে দেয়া হচ্ছে। মঞ্জুরুল আহসান ফেরদৌস জানান, খেলাধুলার সাথে জড়িতদের জন্য তার সহায়তার এই দান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT