3:41 pm , May 2, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ও (কীর্তনখোলা-১০ ও ২) লঞ্চের সত্বাধিকারী মঞ্জুরুল আহসান ফেরদৌস এবার বরিশালের ফুটবল খেলোয়ার ও তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন। মঞ্জুরুল আহসান ফেরদৌস করোনার কারনে উপার্জনহীন, অসহায় শতাধিক ফুটবল খেলোয়ার, তাদের পরিবার ও মুসলিম পাড়া, চৌমাথা ও নবগ্রাম রোড এলাকার দুইশতাধিক অসহায় দুস্থদের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি পিয়াজ, ৪ কেজি আলু, ১ কেজি লবন ও চিনি ও দুটি করে সাবান পরিবার প্রতি সহায়তা দিয়েছেন। সিøপের মাধ্যমে অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে পরিবারের হাতে এই বরাদ্ধ তুলে দেয়া হচ্ছে। মঞ্জুরুল আহসান ফেরদৌস জানান, খেলাধুলার সাথে জড়িতদের জন্য তার সহায়তার এই দান অব্যাহত থাকবে।