3:38 pm , May 2, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশালে এনে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। কর্তৃপক্ষকে না জানিয়ে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশাল জেলায় এনে শেষকৃত্য বা দাফন অনুষ্ঠানের ক্ষেত্রে আগে থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করতে হবে। হাসপাতাল বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক মৃত ব্যক্তির মৃত্যর কারণ সংক্রান্ত প্রত্যয়নপত্র ছাড়া শেষকৃত্য বা দাফন সম্পন্নের ক্ষেত্রে কোভিড-১৯-এর নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে মৃতের সঙ্গে সংশ্লিষ্ট পরিবার-পরিজনকেও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন পালন করতে হবে। জেলায় করোনার বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।