করোনা চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় ৭ হোটেল বরাদ্দ করোনা চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় ৭ হোটেল বরাদ্দ - ajkerparibartan.com
করোনা চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় ৭ হোটেল বরাদ্দ

3:37 pm , May 2, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে শেবাচিমের করোনা যোদ্ধা চিকিৎসক, সেবিকা ও টেকনোলজিষ্টদের সুরক্ষার জন্য নগরীর উন্নত মানের হোটেলগুলো বরাদ্দ করেছে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। শুক্রবার রাতে বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেলের মাধ্যমে এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় এর আগেও জেলা প্রশাসক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেনে। এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত হাসপাতাল শেবাচিমের শতাধিক চিকিৎসক, সেবিকা এবং অন্যান্য সহযোগী কর্মিদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরীর ৭ টি উন্নত মানের হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করে করোনা যোদ্ধারা সংক্রমিত ও আক্রান্ত রুগীদের সেবা নিশ্চিত করে নিজের এবং নিজ পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। নগরীর বরাদ্ধ দেয়া হোটেল গুলো হলো গ্রান্ড পার্ক, হোটেল স্যাডোনা, হোটেল এরিনা, এ্যাথেনা, হোটেল ইস্টান, হোটেল আলি ইন্টারন্যাশনাল এবং হোটেল রোদেলা। বরাদ্ধ দেয়ার পরপরই শুক্রবার হোটেল গ্রান্ডপার্কে ১০ জন ডাক্তার এবং হোটেল স্যাডোনায় ২৭ জন ডাক্তার এবং সেবিকারা উঠেছেন। পর্যায়ক্রমে অন্যান্য হোটেল গুলোতে ডাক্তার ও সেবিকারা সহ অন্যান্যরা উঠবেন বলে জানা গেছে। এর আগে জেলা প্রশাসন এক শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসা কার্যক্রম নির্বিঘেœ করার লক্ষ্যে শেবাচিমের চিকিৎসক, সেবিকা ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের সুবিধার্থে দুইটি বাস সার্ভিস চালু করেছিলো। এবিষয়ে জেলা প্রশাসক বলেন, শেবাচিমের চিকিৎসক ও সেবিকাসহ অন্যান্যরা যাতে নিজেরা সুস্থ থেকে করোনা রুগীদের সার্বক্ষণিক সেবা প্রদান করে যেতে পারে সেই জন্য তাদের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার করার জন্য জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। করোনা মোকাবেলায় বরিশাল নগরী সহ জেলায় যা যা করণীয় তার সব কিছুই করবে জেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT